পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার পথচারীরা


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীদের।
 
সরেজমিন গিয়ে জানা যায়,কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের টেকানি গ্রামের কাশিয়াবাড়ী-রানীগঞ্জ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি।
 
উল্লেখিত জায়গায় প্রায় ৮ বছর পূর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ব্রীজটি নিমাণ করা হয়। বর্তমানে ব্রীজটির মাঝখানে দুমড়ে যাওয়া এবং ফাটল ধরায় বিভিন্ন যানবাহনসহ পথচারীদের দীর্ঘদিন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
 
এব্যাপারে অত্র কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সালাম বলেন বলেন, অত্র এলাকার বিভিন্ন মালামাল ও গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য দিনাজপুরের রানীগঞ্জের হাটে যাওয়া আসার একমাত্র পথ এই ঋষিঘাটের রাস্তা। দীর্ঘদিন থেকেই ব্রীজটি দুমড়ে এবং ফাটল ধরায় জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীদের। জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার না হলে যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা হতে পারেন বলে জানান তিনি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।