গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ খুন


বরিশাল ব্যুরো :-ঢাকার গুলশানে পরিকল্পিতভাবে খুন হয়েছে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ছাত্রদল নেতা সৌরভ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

 

জানা যায়, সৌরভ গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা বলে দাবি করেছেন, বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা হুমায়ুন কবির।

 

তিনি বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী— দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ সৌরভের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

নিহত সৌরভ ছিলেন বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সাহসিকতার সঙ্গে যুক্ত ছিলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।