বিরামপুরে আলু সড়কে ফেলে কৃষকদের মানববন্ধন


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান, যুগোপযোগী কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সড়কে আলু ফেলে মানববন্ধন করেছে কৃষকেরা।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌর শহরে ঢাকা মোড়ে প্রধান সড়কে উত্তরবঙ্গ কৃষক মঞ্চের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক, শ্রমজীবী মানুষ ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিই দেশের প্রাণশক্তি, অথচ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন কৃষকেরাই। একজন কৃষক জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ, সব মিলিয়ে বিপুল ব্যয়ে ফসল উৎপাদন করেন; কিন্তু বাজারে এসে সেই ফসলের ন্যায্যমূল্য পান না। এতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে, অনেকেই কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন।

 

বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষককে বাঁচাতে হবে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে এবং কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে যৌক্তিক নীতি গ্রহণ করতে হবে।

 

মানববন্ধনে অংশ নেওয়া আজিজুল হক নামের এক কৃষক বলেন, আমরা সারা বছর মাঠে ঘাম ঝরাই এবং আলুসহ বিভিন্ন ফসল ফলায়। কিন্তু বাজারে গিয়ে ফসলের দাম না পেয়ে কষ্টে পড়ি। উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকলে কৃষক কীভাবে টিকে থাকবে?

 

কৃষক রেজাউল করিম বলেন, কৃষকই দেশের খাদ্য যোগান দেয়। অথচ কৃষকের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। আমরা চাই সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল ক্রয় করুক।

 

উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহবায়ক এ্যাডভোকেট শাহনেওয়াজ শুভ বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদি কৃষিনীতি প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়ন জরুরি। পাশাপাশি কৃষকবান্ধব মূল্য নির্ধারণ, বাজার মনিটরিং, কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি এবং কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে কৃষকরা সরকারের কাছে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।