বগুড়া পার্করোড বণিক সমিতির নব-নির্বাচিত কমিটি শপথ ও অভিষেক অনুষ্ঠিত


                           ষ্টাফ রিপোর্টার: ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় বগুড়ার উডবার্ন হোটেল  মিলনায়তন বগুড়া সাতমাথা পার্করোড বণিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্করোড বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫ এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ।  অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা অসুস্থতার কারনে উপস্থিত হতে পারেন নি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা মঞ্জুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। অতিথিবৃন্দ বলেন, পার্করোড বণিক সমিতির সকল ভাল কাজে তারা সহযোগিতা করবেন, প্রাচীনতম এই ব্যাবসায়ী সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন। পার্করোড বণিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠান পরিচালনা করেন ডা: এজাজুল হক ও আবু সাঈদ ।
 
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিতনেতৃবৃন্দের শপথবাক্য পাঠ করান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা মঞ্জুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন  পার্করোড বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫ এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সাধারন সম্পাদক মুক্তার আলম,  উপদেষ্টা আব্দুস সাত্তার, নব নির্বাচিত কমিটির সহ সভাপতি হোসেন আলী, সাধারন সম্পাদক আবু সাঈদ প্রমুখ। নবনির্বাচিত সভাপতি মমিনুর রশীদ শাইন বলেন, দীর্ঘদিন পর ৩য় বার আপনাদের সমর্থনে আবারো সভাপতি পদে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনার সহযোগিতা করলে আগামী দিনে নতুন বাংলাদেশে সমিতির উন্নয়নে নতুন কিছু উপহার দিতে পাারবো। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভাবে এক পরিবার হিসেবে সকলে মিলেমিশে থাকতে হবে।
 
সমাপনীতে অতিথিবৃন্দ নবনির্বাচিত সসকল সদস্যদের স্মারক সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন। সভাশেষে প্রয়াত সকল ব্যবসায়ীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুলবারী পৌরপার্ক জামে মসজিদের খতিব মাওলানা রওশর আলী। 
 
শপথ ও অভিষেক অনুষ্ঠানে পার্করোড বণিক সমিতির নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।