কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের বহিস্কার আদেশ প্রত্যাহার


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের উপর থাকা অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা বিএনপির সদস্য সচিব  আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ক্ষমা প্রার্থনা করে অব্যাহতিপ্রাপ্ত নেতার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। 
 

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীরকে অব্যাহতি প্রদান করে জেলা বিএনপি।

 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বপদে বহাল হওয়া যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। যে অভিযোগ তুলে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমাকে স্বপদে বহাল করেছে জেলা নেতৃবৃন্দ।আমি মৃত্যুর আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চাই। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় আমি এগিয়ে যেতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা অব্যাহতির আদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, “হুমায়ুন কবীরকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। তদন্তের প্রেক্ষিতে আবারো তাকে স্বপদে বহাল করা হয়েছে।”


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।