হিলিতে সরিষা বীজ পেল ১৪০০ জন কৃষক


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী (হাইব্রিড) ও শীতকালীন পেঁয়াজের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাকিমপুর।

 

কৃষি দপ্তর জানায়, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদের খরচ কমাতে সরকারিভাবে সরিষার জন্য প্রতি কৃষককে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে। এ সুবিধায় সরিষা বীজ পেয়েছেন মোট ১,৪০০ জন কৃষক।

 

শীতকালীন পেঁয়াজ উৎপাদন উৎসাহে ১০ জন কৃষককে পেঁয়াজ বীজ এবং সূর্যমুখী (হাইব্রিড) আবাদ সম্প্রসারণে আরও ২০ জন কৃষককে বীজ দেওয়া হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, প্রণোদনার এই সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে উৎপাদন বাড়াতে, চাষের ব্যয় কমাতে এবং স্থানীয়ভাবে তেলবীজ ও পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

 

এসময় উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে, প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ সাংবাদিক বৃন্দ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।