পলাশবাড়ীর হোসেন পুরে ২৬৬ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নে  ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) ইউনিয়নের হাসবাড়ী হাইস্কুল মাঠ হতে ওই চাল বিতরণ করা হয়।

 

হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন।

 

এ সময় উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানায়, দুই বছর পর্যন্ত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কার্ডধারী প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি  করে চাল পাবেন। আমার ইউনিয়নে ২৬৬ জন সুবিধাভোগী প্রত্যেক জনার মাঝে চার মাসের ১২০ কেজি করে বিতরণ করা হচ্ছে। 

ভি ডব্লিউ বি (Vulnerable Women's Benefit) কর্মসূচির আওতায় মাসিক ৩০ কেজি করে চাল চার মাসের একসঙ্গে পেয়ে উপকারভোগী দরিদ্র নারীরা খুশি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।