পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে ভাংচুর গাছপালা কর্তন


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর  ইউনিয়নের বরকতপুর গ্রামে ভাংচুর গাছপালা কর্তনের ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত বাবলু খন্দকারের ছেলে রতন খন্দকার এর সাথে প্রতিবেশি মৃত খেরাজউদ্দিন এর ছেলে সামছুল আলমের সঙ্গে দীর্ঘদিন যাবত সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
 

এরিধাবাহিকতায় ৭ সেপ্টেম্বর রোববার দুপুরে বিবাদিগন লাঠি কুরাল সাবোল লোহার রড ইত্যাদি দেশিও অস্রে সস্রে সর্জিত হয়ে ব্যয়ানি ভাবে দলবদ্ধ হয়ে আমার সুপারি বাগানে হামলা করে বাশের ঘিরা ভাংচুর করে।
এতে আমার পরিবারের লোকজন বাধা নিশেধ করলে আমাকেসহ পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধনসহ বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি ধামকি প্রদশন করে চলে যায়।
 

পরে রাতের আধারে পূর্বপরিকল্পিত ভাবে সুপারি বাগানের প্রায় ১০টি গাছ কর্তন করেছে প্রতিপক্ষ সামছুল আলম গংরা।
 

এঘটনায় রতন মিয়া জানান,দীর্ঘ দিন যাবত আমার পরিবারের উপর প্রতিপক্ষ সামছুল গংরা বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করে আসছে।আমি এ ঘটনায় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায় বিচার।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।