অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৪:১৯
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের তফসিলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নাই। তবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায়।’
রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্যাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের জনসভা তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পরিপূর্ণ ইমেজের নেতৃবৃন্দদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এর অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করেছি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশাবাদী।’
গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে জনসভায় গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা হানিফ সজিব, ফারুক হাসান, আব্দুর রহমান বক্তব্য দেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।