আদমদীঘিতে ৯ম শ্রেনীর ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণের চেষ্টা, একজন আটক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনির এক ছাত্রী (১৬) কে দিনের বেলা মোটরসাইকেল যোগে দ্বিতীয় দফায় অপহরণ কালে গ্রামবাসি ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম ওরফে আশিক (২২)কে আটক করে পুলিশে দিয়েছে। আটক আশিকুর ইসলাম ওরফে আশিক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আজাহার আলীর ছেলে। 

গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আদমদীঘি উজ্জলতা গ্রামের আছলাম হোসেন ভুট্টুর মেয়ে আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী। 

 

গত ৩১আগষ্ট সকাল ৯টায় প্রাইভেট পড়া শেষে বিদ্যালয়ে যাবার সময় আদমদীঘি পুরতান সোনালী ব্যাংকের সামনে থেকে অপহরণ হয়।

 

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আকিুর ইসলাম আশিক, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির সঞ্জনকুড়ি গ্রামে আবুল হোসেন (৫০), পুকুরগাছা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) কে আসামী করে গত ১০ সেপ্টেম্বরে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

 

এ মামলায় মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিক আদালত কর্তৃক জামিনে মুক্ত হয়। এদিকে সে জামিনে মুক্ত হওয়ার পর গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আশিকুর ইসলাম আশিক তার অপর সহযোগিদের দুটি মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলা উজ্জলতা গ্রামে ভিকটিমের বাড়িতে এসে ওই ছাত্রীকে আবারো জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যাবার সময় ভিকটিমের চিৎকারে গ্রামবাবি এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিককে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেন। 
 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিনিশ্চিত করে বলেন, মোটরসাইকেল জব্দ ও গ্রেপ্তারকৃত মুল অপহরণকারি আশিকুর ইসলাম ওরফে আশিককে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।