অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৯:৫৮
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ-অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল (৫০)।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টায় পীরগঞ্জ পৌর বাজারে চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চতরা ইউনিয়নের মায়া গাড়ি গ্রামের গুলজার আলী মন্ডলের পুত্র।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেকেন্দার আলীর বিরুদ্ধে বিশেষ আটকাদেশ রয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্নভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেন। এছাড়াও অর্থের যোগানদাতাও ছিলেন তিনি।
তিনি আরও জানান, গত বছর ৫ আগস্ট-এর পর থেকে পালিয়ে ছিলেন তিনি। সম্প্রতি পীরগঞ্জে ঢুকে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন।
এছাড়াও সম্প্রতি ফেসবুকে উসকানিমূলক পোস্ট করেন। আটকাদেশের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।