ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের ব্যবসায়ি ও জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যার ঘটনার বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়দের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর শনিবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘন্টাব্যাপী এলাকাবাসীর উদ্যোগে নিহত নজরুল ইসলামের বসতবাড়ীর শীতল গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাকাইহাট বন্দরে এসে শেষ হয়। পরে নাকাইহাট বন্দরে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন শেষে দোষীদের গ্রেফতারের দাবিতে সড়কে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় বক্তব্য রাখেন, নিহতের বড় ভাই মোঃ লাল মিয়া, নিহতের ছোট মেয়ে নুতরাত, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম সেলিম ইসলাম সহ অন্যন্যরা।
স্বজনরা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হলেও পুলিশ একজন আসামীকে গ্রেফতার করে অন্যদের গ্রেফতার করছে না।
দীর্ঘ ২ ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বুলবুল ইসলাম এসে দ্রুত দোষিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাতে দোকান থেকে নিজ বাড়ীতে ফেরার পথে নজরুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই।
প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ