পলাশবাড়ীতে মা-বাবা'কে হত্যা করতে চায় একমাত্র ছেলে হাসানুর ছেলে আটক


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে মা-বাবা'কে হত্যা করতে চায় একমাত্র ছেলে সন্তান কুলাঙ্গার হাসানুর রহমান।জানা যায়,উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে বাবার গোপনাঙ্গ ও মাকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগে একমাত্র কুলাঙ্গার সন্তান হাসানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।
 

৮ নভেম্বর শনিবার রাত ৯ ঘটিকায় পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,পারিবারিক বিষয় নিয়ে তুচ্ছ ঘটনার জেরে হাসানুর রহমান প্রথমে তার বৃদ্ধ বাবার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে কুলাঙ্গার ছেলে মাকেও গলা টিপে হত্যার চেষ্টা চালায়।
 

এসময়,মা-বাবার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান করান।পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
 

পলাশবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।