গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের নারী সদস্য আটক


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানি ট্র্যাপ প্রতারক চক্রের
এক নারী সদস্য সনিয়া খাতুনকে আটক করেছে থানা পুলিশ।তার বিয়ের প্রলোভনে ফাঁদে পড়ে শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামে এক ব্যক্তি।
 

২০ অক্টোবর সন্ধায় গোবিন্দগঞ্জে মাছহাটি এলাকায় কাজী অফিসে ১ লক্ষ টাকা দেন মহর ধার্য্য করে ১০ হাজার টাকা নগদ বুঝিয়ে দিয়ে ও পোষাক,কসমেটিক কিনে নিয়ে পার্লারে সাজার কথা বলে চম্পট হয় সনিয়া সহ এই চক্রের অন্যান্য সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী অনেক খোঁজখুঁজি করে না পেয়ে প্রতারনার স্বীকার হয়ে ওই রাতে থানায় এজাহার দায়ের করে।

 

এঘটনার ১৮ দিন পর আজ সন্ধায় স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এ,এস আই আব্দুর রাজ্জাক সঙ্গীয় নারী পুলিশ ফোর্স পৌর শহরের রাজমতি মার্কেট এলাকা থেকে আটক করে।
 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ওই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনা হবে।
হ্যানিট্রাপ হলো একটি গোপন কৌশল যেখানে ব্যক্তিগত বা আর্থিক উদ্দেশ্য পূরণের জন্য প্রলোভন বা যৌন সম্পর্ক ব্যবহার করা হয়। 

 

এই কৌশলে সাধারণত একজন ব্যক্তি যৌন বা রোমান্টিক সম্পর্কের মাধ্যমে অন্য ব্যক্তির বিশ্বাস অর্জন করে এবং তারপর সেই তথ্য বা সুবিধা হাতিয়ে নিয়ে প্রতারনা করে বলে জানা যায়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।