জামালপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 

শনিবার ৮  নভেম্বার বিকেলে সেতুলী বেম্বো গার্ডেনে সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশে কমিটি গঠন করার পর নাম  ঘোষণা করা হয়।
 

সাংগঠনিক ভাবে  জামালপুর সদর উপজেলাকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল দুই ভাগে ভাগ করা হয়। 

 

দক্ষিণাঞ্চলের ইউনিয়ন গুলো হলো, কেন্দুয়া ,মেষ্টা, তিতপল্লা,দিঘপাইত ও রশিদ পুর। পূর্বাঞ্চল ইউনিয়নগুলো হলো, শরিফপুর, লক্ষীরচর, তুলশীরচর, নরুন্দী,ইটালি,ঘোড়াধাপ,বাঁশচড়া, শ্রীপুর ও রানাগাছা ইউনিয়ন।
 

জামালপুর দক্ষিণাঞ্চলের জাতীয় পার্টির মামুনুর রশিদ মামুন কে আহ্বায়ক ও মফিজ উদ্দিন লেবু কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয় ।

 

অপর দিকে পূর্বাঞ্চল জাতীয় পার্টির ডাক্তার ইয়াসিন আলী আকন্দকে আহ্ববায়ক ও অবঃ সৈনিক ছানোয়ার হোসেন কে  সদস্য সচিব এবং সফিকুর রহমান শফি কে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
 

উক্ত কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন খান।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এডভোকেট আনিছুর রহমান মানিক, কাজী খোকন, আব্দুল মালেক, ইন্জিনিয়ার আঃ লতিফ,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, শরিফপুর ইউনিয়নের ফারুক আহমেদ, লক্ষীরচরের মাসুদ, তিতপল্লার আতিকুর রহমান বিদ্যুৎ ,হাসমত আলী আতশ মেম্বার, হানিফ উদ্দিন, রশিদ পুরের আব্দুল জলিল মাস্টার, মফিজ উদ্দিন লেবু, মেষ্টার এডভোকেট জাহাঙ্গীর আলম,  দিঘপাইদের রেজাউল করিম হাবু, শাহবাজপুরের  ইউসুফ আলী মেম্বার ,নরুন্দীর অবঃ সৈনিক আতাউর রহমান,বাশঁচডার আল আমিন টাপুর , ইটাইলের আলহাজ্ব আসাদ আলী, শ্রীপুরের সাইফুল ইসলাম ,ঘোড়া ধাপের সুলতান আহমদ, শফিকুল ইসলাম শফি, অবসরপ্রাপ্ত সৈনিক ছানোয়ার হোসেন, রানাগাছার মাসুদ প্রমূখ । 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব উপজেলার সাবেক সভাপতি ডাঃ ইয়াসিন আলী আকন্দ , সঞ্চালনা করেন  উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।