ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ঘিরে এনসিপি নেতা আশরাফ উদ্দিন মাহদী’র নানা পরিকল্পনা


lরাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: -আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) 'শাপলা কলি' প্রতীকে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী আযহারী। ইতিমধ্যেই দল থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি।

 

শনিবার (৮ নভেম্বর) সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে সরাইল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিকল্পনা ও আসনের উন্নয়নের নানা চিন্তাধারার বিষয়ে কথা বলেন তিনি।

 

নিজের বক্তব্যে মাওলানা আশরাফ উদ্দিন মাহদী বলেন, সরাইল-আশুগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করে পিছিয়ে পরা সরাইল-আশুগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য আমার দীর্ঘদিন যাবত। 

 

আমার নানা প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী এই আসনের প্রাক্তন সংসদ সদস্য হিসেবে এখানকার জনপদ ও সাধারণ মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ এখনও মুফতী আমিনী সাহেবের শাসনামলে'র প্রশংসা করেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত ন্যায় পরায়ণ ও সৎ রাজনীতিবিদ।

 

আমি নির্বাচিত হলে তাঁর অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) রাজনৈতিক কার্যক্রম ও জোট প্রসঙ্গে কেন্দ্রীয় এই নেতা বলেন, এনসিপি ভিন্ন ধারার রাজনৈতিক দল, গণমানুষের প্রত্যাশা ও আশা আকাঙ্খা বাস্তবায়ন করা আমাদের অন্যতম লক্ষ্য। 

 

আমরা ক্ষমতামুখী কোনো লোভ লালসার দিকে না তাকিয়ে মানুষের ভোটাধিকার ও সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে'ই কাজ করছি।

 

আজ (৮ নভেম্বর) পর্যন্ত আমাদের জোটের কোনো পরিকল্পনা নেই, তবে দেশ ও জাতীর বৃহৎ স্বার্থে জোটে গেলেও ইতিহাসের দায় রয়েছে কাঁধে এমন কোনো দলের সঙ্গে জোটে যাবো না এটা নিশ্চিত। 

 

ইতিমধ্যেই এটি আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেও নিশ্চিত করেছেন।

সরাইল-আশুগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে মাওলানা আশরাফ উদ্দিন মাহদী বলেন, আমি প্রত্যন্ত অবহেলিত এলাকাগুলো যথাসম্ভব পরিদর্শন করেছি। মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের জনদূর্ভোগ ও আশা আকাঙ্খা'র বিষয়গুলো জানার চেষ্টা করছি। 

 

গণমানুষের সেই আশা-আকাঙ্খা নিয়েই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে এনসিপি।আমি নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জের পিছিয়ে পরা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন'সহ বিভিন্ন সেক্টরের উন্নতি'র মধ্য দিয়ে সরাইল-আশুগঞ্জ'কে উন্নয়নের রোল মডেল হিসেবে রূপান্তরিত  করবো ইনশাল্লাহ।

 

এছাড়াও দীর্ঘদিন যাবত সরাইল-আশুগঞ্জের নানা সমস্যা নিয়ে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, অরুয়াইলের চেত্রা নদীর ওপর সাঁকো নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করেছি, আশা করছি দ্রুত বাস্তবায়ন হবে। 

 

এছাড়াও পানিশ্বরের নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ’সহ নানা বিষয়ে চেষ্টা চালিয়ে আসছি আশা করছি সুফল আসবে।

 

এসময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) প্রধান সমন্বয়ক মোঃ মোবারক হোসাইন, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক, রিয়াদুল ইসলাম রিয়াদ, সদস্য মোস্তাফিজুর রহমান তামিম, ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সরাইল উপজেলা এনসিপি'র সদস্য মোঃ দুর্জয় মাহমুদ, জেলা ছাত্রশক্তির প্রতিনিধি মোফাচ্ছেল ইসলাম (রোহান), আরিফুল মোস্তফা নিলয় প্রমুখ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।