শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ,১৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা


৭১ ভিশন ডেস্ক:-
 

চলতি ৯ থেকে ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন। আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।

 

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

 

এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না।

 

ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, কিন্তু আগামী ১৭-১৮ তারিখ থেকে রাতের তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে। পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

পিএনএস


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।