অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ নভেম্বার ২০২৫, সময়ঃ ১০:১০
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামের একটি রাস্তা সংস্কার করা হয়।
জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামে প্রবেশের মুখে কাঁচা রাস্তাটির অধিকাংশ স্থানে পাশের পুকুরে ধবসে পড়ে। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বিষয়টি জানার পর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে ও বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ওই রাস্তারটির মাটি কেটে সংস্কার করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।