ঘোড়াঘাটে বিশেষ ক্ষমতা আইনের ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের ঘোড়াঘাট থানার বিশেষ ক্ষমতা আইনে ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 
 

বুধবার (৬ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী (বাতানটেক) এলাকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ কবিরুল (৪২)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কাজিপাড়া এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে। ২০২১ সালের ৪ এপ্রিল দায়েরকৃত ঘোড়াঘাট থানার মামলা নং ১৮৫/০৩ (এসটি) অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় তিনি ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

 

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব আরও জানায়, বাংলাদেশ আমার অহংকার মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাচালানসহ সকল অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।