বগুড়ায় পুলিশ কনস্টেবলের দুঃসাহসিকতায় ২৩ মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার


সঞ্জু রায়, বগুড়া:-গুলির সামনে দাঁড়িয়ে জীবন বাজি রেখে বগুড়ায় আন্ত:জেলা ডাকাত দল চক্রের এক সদস্যকে ধরাশায়ী করে দিয়েছে শাহরিয়ার নামের শাহজাহানপুর থানার এক কনস্টেবল। ডাকাতি করার সময় হাতেনাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ মাহবুব খান (৩৫) নামের সেই ডাকাতকে গ্রেপ্তারও করেছে কনস্টেবল শাহরিয়ার ও তার সঙ্গীয় সদস্যরা।
 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মাহবুব বগুড়ার শাজাহানপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও খুনসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে যার মাঝে ১২টি মামলা ডাকাতি ও দস্যুতার ।
 

দুঃসাহসিক এই গ্রেপ্তারি অভিযানের নেতৃত্বে থাকা শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রংপুরের মিঠাপুকুর থেকে ফরিদপুরের টেকেরহাটগামী মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক মো. ফরহাদ মিয়া ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত এসে অস্ত্রের মুখে চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। চালকের চিৎকারে সিএনজি-টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও মাহবুবকে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগেই মাহবুব বাঁচার জন্য তার হাতে থাকা বিদেশী পিস্তল তাক করে কনস্টেবল শাহরিয়ারের দিকে। 

 

ম্যাগাজিনে থাকা বুলেট চেম্বারে আসার মূহুর্তেই তাকে ধরাশায়ী করে ফেলে শাহরিয়ার ও তার সঙ্গীয় সদস্যরা। গ্রেপ্তারের পর জানা যায় মাহবুব আন্ত:জেলা ডাকাত দল চক্রের সক্রিয় সদস্য যার বিরুদ্ধে রয়েছে ২৩ টি মামলা। ডাকাতের উদ্দেশ্যেই গত মাসে প্রায় দেড় লাখ টাকা দিয়ে কিনেছিলেন উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি।
 

ওসি শফিকুল ইসলাম আরো জানান, মাহবুবের নামে নতুন করে ডাকাতি ও অস্ত্র আইনে শাজাহানপুর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়াও পলাতক অপর দুই ডাকাত জাকির (৩৫) ও আশরাফ ওরফে চান্দি আশরাফকে গ্রেপ্তার ও লুন্ঠিত অর্থ উদ্ধারে তাদের অভিযান চলছে। জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের দিক-নির্দেশনায় তাদের এমন অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।