অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১৪
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল।
আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা শ্লোগানে মুখর ছিলেন।দিবসটি উপলক্ষে জাতীয় নেতা ও দেশের উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, পৌর বিএনপি নেতা মাহ আলম প্রধান, উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু, সম্পাদিকা ফেরদৌসী বেগমসহ সকল নেতা-কর্মীরা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।