৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:-‎আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার সাঁওতাল হত্যা দিবস। তিন সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের বিচার ও ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শোক মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সাঁওতালরা।
 

‎২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ, চিনিকল কর্তৃপক্ষ ও প্রভাবশালীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ত্রিমুখী সংঘর্ষে মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমরম নিহত হন। 

 

এছাড়াও ৩০ সাঁওতাল ও ৬ পুলিশ আহত হন। আহত অনেক সাঁওতাল এখন পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

দিবসটি উপলক্ষে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির দুটি অংশ পৃথক পৃথকভাবে শোক মিছিল, সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এক অংশ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তন ও অপর অংশ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে কর্মসূচি পালন করবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।