পীরগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে সোয়া ৫ লক্ষ টাকা ছিনতাই...!


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :-পীরগঞ্জের খালাশপীরহাটের সার-কীটনাশক ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৪২) এর পথরোধের পর মারপিট এবং ছুরিকাঘাত করে সোয়া ৫ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার খালাশপীর হাটের পশ্চিমেই ওই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

 

জানা গেছে, খালাশপীর হাটের সার ও কীটনাশক ব্যবসায়ী রাশেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় তার গ্রামের বাড়ী জয়ন্তীপুর থেকে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে তার দোকানে আসছিলেন। এ সময় ওই হাটের পশ্চিমেই আফজাল হোসেনের ইটভাটার কাছে তার মোটরসাইকেলটিকে অপর একটি মোটরসাইকেলের ৩ আরোহী ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারপিটের পর ধারালো ছোরা দিয়ে মাথায় কুপিয়ে সোয়া ৫ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। 

 

মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়ার সময় পথচারীদের দেখে ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত ব্যবসায়ীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ওই ঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের রামকানুপুরের নুরুল ইসলামের ছেলে মসফিকুর রহমান (৩৬) ও মৃত. হারুন মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮) এবং টিওরমারী গ্রামের মৃত. আহাদ আলীর ছেলে রাজ্জাক মিয়ার (৩৮) বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বাদী জানান, ছিনতাইকারীদেরকে আমি চিনেছি। তারা আমার সোয়া ৫ লক্ষ টাকা নিয়েছে। আমার মোটরসাইকেলটি নিতে পারেনি। ওসি শফিকুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।

মোঃ আকতারুজ্জামান রানা


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।