সুনামগঞ্জে টাকার বিনিময়ে পদবন্টনের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন


রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি::- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলন করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) ১২ ঘটিকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মাহবুব মোর্শেদ তিনি বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি দৈনিকে "টাকার বিনিময়ে পদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে অর্থের বিনিময়ে পদ বন্টনের কোনো সুযোগ নেই। কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
 

আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে যে কমিটি গঠনের সময় অর্থ লেনদেন হয়েছে, যা মনগড়া ও কাল্পনিক। এ ধরনের মিথ্যা প্রচারণা আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা।
 

এ সময় তারা প্রকাশিত অডিও বার্তাকে সম্পূর্ণ এডিটেড বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগ করেন, মনোয়ার হোসেন টিটু ও তার ভাই যারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগপন্থী। ২০২৪ সালের নির্বাচনী কমিটিতেও তাদের নাম ছিল। বিএনপির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কমিটিতে স্থান না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
 

সংবাদ সম্মেলনে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বলেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতির পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।ইউনিয়ন যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার বলেন,
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। এমন মিথ্যা বানোয়াট সংবাদের প্রতি তীব্র নিন্দা জানান।

 

এব্যাপারে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য শাহ আলম বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ড কমিটি স্বচ্চতার সাথে হয়েছে, যারা ত্যাগী ও নির্যাতিত নেতা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থের বিনিময় কমিটি ও মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।