অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৯:৪৯
পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডল-এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন বরিশাল ক্লাসটার।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরিশাল ক্লাসটার আয়োজনে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলার বরিশাল ক্লাসটার ইউএপিইও রাবিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইন্সপেক্টর ইউপিইটিসি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, ফিরোজ কবির আকন্দ,ফেরদৌসি বেগম,আব্দুল হাই মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেলিম সরকার।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।