অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১২:১৬
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়'/তোরা দেখে যা আমেনা মায়ের কোলে'/জশনে আমাদের রাসুল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কি ফুল আল্লাহি আল্লাহ' প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে মন জুড়ানো এমন নাত, গজল এবং কাসীদা পরিবেশ করে চাঁদপুরের নদীপথকে মাতিয়ে তুলেছে নবী প্রেমিক আশেকে রাসুলরা।
তরিকত ভিত্তিক সংগঠন 'দাওয়াতে ইসলামি'র কণ্ঠ শিল্পী এবং আশেকানরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমন তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুরের
নদীপথে জশনে জুলুছ তথা বর্ণাঢ্য নৌ র্যালি করে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ১৫০০ বছরপূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুরের নদীপথে এই জশনে জুলুছ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর ২টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে এ জুলুছের সূচনা হয়।এ নৌ শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনন্দ ও মাহাত্ম্য উদযাপন করেন। বর্ণিল সাজে সজ্জিত নৌযানগুলোতে ধর্মীয় স্লোগান, পতাকা ও আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী চাঁদপুর জেলার দায়িত্বশীল রফিকুল ইসলাম আত্তারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার দায়িত্বশীল আব্দুল মুনাফ, ফরিদগঞ্জ উপজেলার দায়িত্বশীল মাওলানা হোসেন আত্তারি এবং কচুয়া উপজেলার দায়িত্বশীল আহসান হাবীব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন মিঠু, জুয়েল রানা, নূর মোহাম্মদ আরেফিন, মোঃ আওলাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও এ জুলুছে অংশগ্রহণ করেন।
নদীপথে জুলুছ ঘিরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রেরক : এএইচএম আহসান উল্লাহ
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।