বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 06:47 pm
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ের বোদায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে সুধীজন, রাজনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩৫ তম বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. রবিউল ইসলাম গত ১৯ আগস্ট বোদা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে। সোমবার ২৫ আগস্ট ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবীর, সেনাবাহিনী ক্যাম্প কমাÐার লেফটেন্যান্ট ফরহাদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), আজিমউদ্দিন, জামায়াত নেতা সফিউল্লাহ সুফি, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ তারা, এনসিপি উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ, মহিলাদল নেত্রী মজিদা বেগম, প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, মাহমুদুল বাবু, ছাত্র সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ।বক্তারা সদ্য যোগদানকৃত ইউএনও কে অভিনন্দন জানিয়ে উপজেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় দিক তুলে ধরেন।
সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সবার উদ্দেশ্যে বলেন, “এখানে উপস্থিত সভাসদগণই বোদা উপজেলার মূল প্রতিনিধিত্বকারী। আমার বাড়ি ৭শত কিলোমিটার দূরে এখানে আমার কোন আত্মীয় নেই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ন্যায্যতা ও আইনের মাপকাঠিতে সুন্দর একটি বোদা উপজেলা গঠনে ভ‚মিকা রাখবো। ”
এ সময় মালেকাডাঙ্গা বিজিবি ক্যাম্প কর্মকর্তা সোলাইমান আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।