বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 12:19 pm
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- পলাশবাড়ীর মনোহরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণের শুভ উদ্বোধন! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্য খাদ্যশস্য চাল পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন মোট ৪২১জন রেশন কার্ডধারীদের মাঝে ১৫ টাকা দরের ৩০কেজি চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ (২৬ আগষ্ট) রোজ মঙ্গলবার সকালে ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার কেন্দ্রের ডিলার আব্দুর রউফ প্রধান উক্ত চাল বিতরণ করেন। চাল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির
নব -নির্বাচিত ডিলার মোঃ আব্দুর রউফ প্রধান আন্জু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান চৌধুরী, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ মিলন সরকার,মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল প্রধান,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কনক মিয়া , ঘোড়াবান্ধা ২নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ রাজু প্রধান, মনোহরপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।