বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 02:49 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।এসময় ২৫ প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থী এই ব্যাগ পেয়ে অতি উৎফুল্ল তারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় পরিষদটির চেয়ারম্যান জাহিদ হাসান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম, বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম। এছাড়া ইউপির সদস্য, সচিব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল হোসেন তৌফিক বলে, এতদিনে বই-খাতা কাঁধে নিয়ে স্কুলে যেতাম। তখনই হঠাৎ বৃষ্টি ঝড়লে বই-খাতা ভিজে যেতো। আজ ইউপি থেকে স্কুল ব্যাগ পেয়ে অনেকটা ভালো লাগছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, এ ইউনিয়নে যেসব দুস্থ-মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হলো। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়াসহ লেখাপড়া মনোযোগী হতে পারে। আশা করি আগামী দিনে শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করা হবে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, অত্র ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সেইসঙ্গে শিক্ষার্থীরা যেন নিয়মিত স্কুলে পাঠগ্রহণ করে এবং শিক্ষকের পরামর্শ মেনে লেখাপড়া চালিয়ে যায় সে ব্যাপারে উদাত্ত আহ্বান করছি।