মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
26 Aug 2025 10:24 am
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
উপজেলার ৮ ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন।
পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্ট মো.বাহাদুর। ভুঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট পয়েন্টে মো.রনি মৃধা ও কাশিয়াবাড়ী সুইচগেট পয়েন্টে মো.শাহাজাহান আলী খান।
বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে মো.রবিউল ইসলাম।মনিয়ারী ইউনিয়নের নওদলী বাজার পয়েন্টে মো.শফিকুল সরকার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান।
আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে মো.তারিকুল ইসলাম, ও সিংসাড়া বাজার পয়েন্টে মো.ফারুক প্রামাণিক।
কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে মো. সালমান ও সামছুর রহমান,হাটকালুপাড়া বান্দাইখাড়া বাজার রাশাদুজ্জামান ও মো.সুমন হোসেন। সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেলওয়ে স্টেশন পয়েন্টে মো.আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম নিয়োগ পেয়েছেন।
উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) এর ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।ডিলার নিয়োগ সম্পর্কে তিনি বলেন,ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি।তাই কেউ যেন বলতে না পারে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন,সমাজসেবা কর্মকর্তা মো.শোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।