মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
26 Aug 2025 02:18 pm
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ পলাশবাড়ী পৌরসভায় কোভিট ১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্প এল,জি,সি,আর,আর,পি পলাশবাড়ী পৌরসভার অধিনে ২০২৩/২৪ অর্থ বছরে ৫ নং ওয়ার্ড নুনিয়াগাড়ী পাকার মাথা হতে নুনিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়(০০-৩৩০ কিঃমিঃ থেকে ০০-৫৩০ কিঃমিঃ)পর্যন্ত ইউনি-বøক রাস্তাার উন্নয়নে সিধান্ত গ্রহণ করে পৌর কতৃপক্ষ। যাহার ব্যয় ধরা হয় ২৬,১৯,১৪৫ ছাব্বিশ লক্ষ উনিশ হাজার একশত পয়তাল্লিশ টাকা। ১৯ মে ২০২৪ থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৪ কাজ শেষ হওয়ার কথা ছিলো। যার ঠিকাদারি প্রতিষ্ঠান সঙ্গীত এন্টারপ্রাইজ নুনিয়াগাড়ী পলাশবাড়ী গাইবান্ধার এর নিকট দরপত্রের মাধ্যমে প্রদান করা হয়।
কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে জনগনের মাঝে।স্থানীয় বাসিন্দা হওয়ায় এ কাজে ব্যবহার করে নিম্ন মানের সমগ্রী। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৫ সেপ্টেম্বর ২০২৪ কাজ শেষ করার কথা থাকলেও তা সময় মতো শেষ করতে পারেনি তিনি। তাছাড়াও এ কাজে ব্যবহারের জন্য অত্যন্ত নিম্নমানের ইউনি-বøক ব্যবহার করা হয়েছে। যা কাজ শেষ না হতেই প্রায় প্রতিটি ক্লকের উপরের অংশে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন,সরকারি অর্থে নির্মিত রাস্তায় যদি এই ধরণের দুর্বল উপকরণ ব্যবহার করা হয়, তবে সেটি টেকসই হবে না। অল্প সময়েই রাস্তটি নষ্ট হয়ে যাবে, যা এক ধরণের অপচয়। তাদের দাবি, নিয়ম মেনে কাজের গুণগত মানের নিশ্চয়তা দেওয়া জরুরি। নইলে সরকারের অর্থ অপচয় হবে, ভোগান্তি বাড়বে জনগণের।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী পৌর প্রকৌশলী মতৃজা এলাহী বলেন আমি অভিযোগ পেয়ে ওখানে গিয়েছিলাম বেশ কিছু যায়গায় ওরকম আছে,ওই বøক গুলো ভালো ছিলোনা, দেখি বিকল্প কি আছে,প্রয়োজনে আমি রংপুর থেকে লোক নিয়ে এসে কি ভাবে সমাধান করা যায় সে চেষ্টা করবো।
তবে এলাকাবাসীর দাবি এ বøক গুলো পরিবর্তন করে সঠিকও ভালো মানের বøক দিয়ে যেন কাজ করা হয়।