রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
24 Aug 2025 02:53 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ থাকায় বাজারে হু-হু করে বেড়েছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের কেজি প্রতি দাম ৮ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রেতা-সাধারণ বিপাকে পড়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে হিলির খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিনদিন আগেও যেখানে ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হয়েছে, সেখানে আজ তা বেড়ে ৬০ টাকায় পৌঁছেছে। পাইকারি বাজারেও একই অবস্থা।
ব্যবসায়ীরা জানান, আমদানির জন্য নতুন আইপি উন্মুক্ত না করায় সরবরাহ কমে গেছে। হাতে থাকা মজুত দ্রুত ফুরিয়ে আসছে। ফলে স্বাভাবিক নিয়মেই দাম বৃদ্ধি পাচ্ছে।
এদিকে সাধারণ ক্রেতারা বলছেন, কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, দ্রুত আইপি উন্মুক্ত না করা হলে বাজার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠবে। সরকারকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।