রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
25 Aug 2025 03:23 am
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচসহ শাক-সবজির দাম।
গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচে ১০০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২০০ দরে। একইসঙ্গে শাক-সবজিও ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে কাঁচা তরকারির বাজারে এসে অস্থির হয়ে উঠছেন সাধারণ ভোক্তারা। ফলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ চরম বেকায়দায় পড়েছেন। এসব পণ্য কিনতে তাদের মাঝে শুরু হয়েছে হাঁসফাঁস।
সরেজমিনে শনিবার (২৩ আগস্ট) পলাশবাড়ীর সাপ্তাহিক হাটের দিন। কালিবাড়ী বাজার ও বাশকাটা বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে- প্রতি কেজি মূলা ৫০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, তরই ৫০ টাকা, শসা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কদোয়া ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁকরোল ৪০, শজনে ১২০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাক ৩০ টাকা, ধনেপাতা শাক ৮০, টাকা, লাল শাক ৩০ টাকা ও লাউ ৪০-৫০ টাকা পিস (প্রকার ভেদে) বিক্রি হচ্ছে।
অথচ গত দুই সপ্তাহ আগে ওইসব পণ্যের দাম অনেকটা কম ছিল। তবে আলু, মুখীকচুর দাম স্থিতিশীল রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা জেলায় টানা খড়া-বর্ষাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি।এরই মধ্যে বেড়েই চলছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। সেইসঙ্গে কাঁচা মরিচ যেন সোনার হরিণ।
প্রতিটি সবজির দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কালিবাড়ী বাজারে সবজি কিনতে আসা আবুল কালাম আজাদ সাংবাদিক জানান,যেভাবে চাল, আটা, ময়দাসহ মরিচ-সবজির দাম বেড়েছে, সেতুলনায় আয় বাড়েনি তার।
এতে করে পরিবারের চাহিদা পূরণে বাড়ছে ঋণের বোঝা।কালিবাড়ী বাজার বাজারের ভাই বোন সবজি ভান্ডারের স্বত্বাধিকারী মোজাহিদ বলেন, চলতি বর্ষায় কয়েক দিনের বৃষ্টির কারণে কৃষকদের খেতে শাক-সবজির উৎপাদন কমেছে। এতে করে আমদানির চেয়ে চাহিদা বেশি থাকায় এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে। গাইবান্ধার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, বাজার নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত রয়েছে। যারা কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।