রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
25 Aug 2025 03:54 am
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতের ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখার আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বাদজুম্মা পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে পৌর জামায়াতের ইসলামীর সভাপতি মাও. মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইসলামীর সহ সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান সরকার ও উপজেলা আমীর আবু বকর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল আলম চাঁন এবং সাবেক পৌর সেক্রেটালী তাজুল ইসলাম মিলন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াত ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে একটি মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি আইনুল হক।