রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
24 Aug 2025 06:47 pm
![]() |
রাজনীতিকে যদি কেউ "গরুর রচনা"র সঙ্গে তুলনা করে, সেটি নিছক বিদ্রূপমাত্র। আসলে রাজনীতি এবং গণিত একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। গণিতের নিয়ম কড়া ও নির্দিষ্ট—একটি যোগ বা বিয়োগে ভুল হলে ফলাফল শূন্য। কিন্তু রাজনীতি সেই রকম নয়। রাজনীতির মূল চরিত্রই হলো মানুষের ভিন্ন ভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও স্বার্থকে সমন্বয় করে একটি পথ বের করা।
গণিতের মতো রাজনীতিতে কখনোই একটাই সঠিক উত্তর থাকে না। এখানে সম্ভাবনার খেলা, মতবিরোধের জায়গা এবং আপসের সুযোগ সব সময় খোলা থাকে। আজ যে নীতি ব্যর্থ মনে হচ্ছে, কাল সেটিই হয়তো সফলতার দৃষ্টান্ত হতে পারে। রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের সমস্যার সমাধান করা, তাদের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা—এটি কখনো সংখ্যার শূন্য বা একের মতো সরল নয়।
অন্যদিকে, গণিতে ভুল মানেই শূন্য পাওয়া যেতে পারে, কিন্তু রাজনীতিতে ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, নতুন পথ খোঁজা যায়। রাজনীতিতে অভিজ্ঞতা, মানবিকতা ও দূরদৃষ্টি কাজ করে; আর গণিত চলে সূত্র ও অঙ্কের নিয়মে।
তাই রাজনীতিকে “গণিতের ভুলে শূন্য পাওয়া”র সঙ্গে তুলনা করা একেবারেই অযৌক্তিক। রাজনীতি হলো বাস্তব জীবনের শিল্প—যেখানে সৃজনশীলতা, দূরদৃষ্টি আর জনগণের প্রতি দায়বদ্ধতাই মূল।
বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই বিদ্রূপ করে বলা হয়—“রাজনীতি হলো গরুর রচনা, কয়েক লাইন লিখলে কিছু নম্বর পাওয়া যায়; কিন্তু গণিতে যোগ-বিয়োগে ভুল করলে নম্বর জিরো।” কথাটি শোনায় মজার হলেও আসলে এটি গভীর ভুল ধারণা। রাজনীতি ও গণিতের চরিত্র একেবারেই আলাদা, তাই তুলনাটি আসলে বিভ্রান্তিকর।
গণিতের নিয়ম কঠিন ও নির্দিষ্ট। একটি অঙ্কে সামান্য ভুল হলে পুরো সমাধানই ভেস্তে যায়। কিন্তু রাজনীতি এভাবে চলে না। রাজনীতিতে সব সময় একটাই উত্তর থাকে না। এখানে মতভেদ থাকবে, বিতর্ক হবে, এবং সেই বিতর্ক থেকেই আসবে নতুন সমাধানের পথ।
রাজনীতি মানে কেবল হিসাব কষা নয়—এটি মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রামের প্রতিফলন। আজ যে সিদ্ধান্ত ভুল মনে হচ্ছে, আগামীকাল সেটিই হয়তো দেশের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। ইতিহাস সাক্ষী, বহু মহান নেতা প্রথমে সমালোচিত হয়েছেন, পরে সময়ের বিচারে তাদের সিদ্ধান্তই জাতিকে সঠিক পথে এনেছে।
গণিতে ভুল মানে শূন্য পাওয়া যায়, কিন্তু রাজনীতিতে ভুল মানে শিক্ষা। সেখানে ব্যর্থতা নতুন অভিজ্ঞতা তৈরি করে, যা পরবর্তী সাফল্যের পাথেয় হয়। তাই রাজনীতিকে যদি আমরা কেবল “গণিতের শূন্য-এক সমীকরণ” ভেবে বিচার করি, তাহলে গণতন্ত্র ও জাতীয় নেতৃত্বের আসল শক্তিকে অস্বীকার করা হবে।
রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। এখানে সঠিক সিদ্ধান্ত মানে মানুষের বিশ্বাস অর্জন, উন্নয়নের পথ দেখানো, এবং সময়ের সঙ্গে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। গণিতের মতো একরোখা সূত্র নয়—বরং রাজনীতি হলো মানবিকতা ও দূরদৃষ্টির সমন্বিত প্রয়াস।
মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন: লেখক ও রাজনীতিবিদ