শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
23 Aug 2025 04:26 am
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সভা মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) শরীয়তপুর পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ণ কমিটির আহবায়ক কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে সভায় খসড়া গঠনতন্ত্র পাঠ করেন সদস্য সচিব নুরুল আমিন রবিন।
সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতভাবে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।
প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন কমিটির এই সভায় শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য হতে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এই যোগ্যতার বাইরে কেউ প্রেসক্লাবের সদস্য হতে পারবে না বলে জানান তারা। তবে নিজ প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে কাজ করতে পারবেন।
এতে শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবর, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার, দৈনিক হুংকারের সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রুদ্রবার্তার সম্পাদক শহিদুল ইসলাম পাইলট, শরীয়তপুর খবরের সম্পাদক আবুল বাশার, বর্তমান এশিয়ার সম্পাদক মাহবুবুর রহমান, প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এখন টিভির কাজী মনিরুজ্জামান, সময় টিভির বিএম ইস্রাফিল সহ শতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট ২০২৫ মধ্যে অনুমোদিত গঠনতন্ত্র শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে পৌছে দেয়া হবে এবং ১ সেপ্টেম্বর থেকে সর্বনিন্ম এইচএসসি সার্টিফিকেট ধারী গণমাধ্যমকর্মী নির্ধারিত ফি দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন বলে জানানো হয়।