বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 12:41 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸয়ক মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক খোরশেদ আলম, যুগ্ম আহŸায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদক কে এম আইয়ুব আলী, ছাত্রদলের আহŸায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন। এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো.আবুল কালম আজাদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর নেতৃত্বে আত্রাই উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশগ্রহণ করেন।