বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 12:31 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:- পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করে পুনরায় হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গত ১৪ আগস্ট সরকার পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্ত করে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবারও আইপি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি আরও বলেন, আইপি উন্মুক্ত হওয়ার পর অনেক আমদানিকারক ভারতের বিভিন্ন বাজার থেকে পেঁয়াজ ক্রয় করেছেন। হঠাৎ আইপি বন্ধ করে দেওয়ায় সীমান্তের ওপারে ১০০ থেকে ১৫০ ট্রাক পেঁয়াজ পাইপলাইনে আটকে আছে। এতে ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এসময় তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা ইতোমধ্যে আইপির জন্য আবেদন করে ভারতে পেঁয়াজ বোঝাই ট্রাক লোড করেছেন, তাদের জন্য বিশেষ বিবেচনায় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সহ অন্যান্য আমদানি-রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন।