বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 12:29 pm
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনার বীজ না পাওয়ার অভিযোগ করেছেন একাধিক কৃষক। তাঁরা জানান, তালিকায় নাম থাকলেও তারা কোনো বীজ বা সুবিধা পাননি। আবার যাঁরা পেয়েছেন, তাদের অনেকেই বলেন বীজ অঙ্কুরিত হয়নি বা কাঙ্ক্ষিত ফলন আসেনি, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়া শাকসবজির বীজ বিতরণে এক ব্যক্তির নাম একাধিকবার তালিকাভুক্ত করার অভিযোগও পাওয়া গেছে।বিষয়টি নিয়ে কিশোরগাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমা সিদ্দিকার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
এই সংক্রান্ত স্যাশাল মিডিও আনলাইন ও পত্রিকায় প্রতিবেদন প্রচারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করে।কিশোরগাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমা সিদ্দিকাকে সাঘাটা উপজেলায় এবং পলাশবাড়ী পৌর শহরের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিনকে গোবিন্দগঞ্জ উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।