বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:54 pm
![]() |
[ঢাকা, ২০ আগস্ট, ২০২৫] বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা মূল্যায়নের সুযোগ আরও প্রসারিত করতে অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগের সূচনা করছে ব্রিটিশ কাউন্সিল ও টেন মিনিট স্কুল।১৯ আগস্ট এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ইংরেজি ভাষা মূল্যায়ন পরীক্ষা সহজলভ্য করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হয়।
এ অংশীদারিত্বের মাধ্যমে টেন মিনিট স্কুলের শিক্ষার্থীরা এখন থেকে ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাইমারি ইংলিশ টেস্ট ও সেকেন্ডারি ইংলিশ টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। বাস্তব জীবনে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাইয়ের জন্য এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে, অগ্রগতির মূল্যায়নে এবং অ্যাকাডেমিক ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
প্রাইমারি ইংলিশ টেস্ট মূলত ৯ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে পড়া, লেখা, শোনা ও বলার প্রাথমিক দক্ষতার ওপর জোর দেওয়া হয়। অন্যদিকে, সেকেন্ডারি ইংলিশ টেস্ট ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি, যা তাদের উচ্চতর ভাষাগত দক্ষতা মূল্যায়ন করার মাধ্যমে ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা বাকর্মজীবনের জন্য প্রস্তুতন হতে সহায়তা করবে।
বাংলাদেশে বিশ্ব মানসম্পন্ন, অন্তর্ভুক্তিমূলক ও নির্ভরযোগ্য ইংরেজি মূল্যায়ন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রেইম্যান বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা মূল্যায়নের সুযোগ প্রসারিত করার ক্ষেত্রে এই অংশীদারিত্ব এক গুরুত্বপূর্ণ মাইলফলক। টেন মিনিট স্কুলের সাথে কাজ করার মাধ্যমে আমরা শহর ও গ্রামের আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারব।আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক ভাষা দক্ষতা উন্নত করতে সহায়তা করবে, যেন তারা আত্মবিশ্বাসের সাথে অ্যাকাডেমিক ও পেশাগত সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।”চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; ইংলিশ অ্যান্ড এক্সামসের অ্যাকাউন্ট ম্যানেজার তাবাসসুম চৌধুরী; এবং টেকনিকাল সাপোর্ট অফিসার, রউনাক জাহান নাবিলা ।
অন্যদিকে, টেন মিনিট স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী আয়মান সাদিক, প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড শামস আসিফ চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রিসান এবং বিজনেস ও অপারেশনস লিড অভিপ্সু দাশ গুপ্ত।
টেন মিনিট স্কুলের প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড শামস আসিফ চৌধুরী বলেন, “ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার শিক্ষাগত অর্জনকে আরও স্বচ্ছ ও অর্থবহ করবে। প্রাইমারি ইংলিশ টেস্ট ও সেকেন্ডারি ইংলিশ টেস্ট চালুর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সত্যিকার সম্ভাবনাকে তুলে ধরতে সহায়তা করছি এবং অভিভাবকদের কাছে সন্তানের অগ্রগতি নিয়ে স্পষ্ট ধারণা দিচ্ছি।”