বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:49 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিট কমান্ডের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
সভাপতি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধতাই হল মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রক্ষার প্রধান হাতিয়ার।আমাদের নতুন কমিটি সকল মুক্তিযোদ্ধার সেবা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে।এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, চাঁন মিঞা, কাজি আব্দুর রাজ্জাক, মো. হাবিল, ডা. মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।