বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
22 Aug 2025 01:30 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার (২০ আগস্ট) সারা জেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।তার ডাকে সারা দেয়নি সাধারণ মানুষ।জেলা শহরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
জেলার অন্য এলাকায় মানুষ হরতালে সাড়া দেননি। অন্য দিনগুলোর মতো সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন-বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে।হরতালের সমর্থনে দৈনিক আনন্দগঞ্জ বাজারের সামনে মিছিলও করেছে শামীমের অনুসারীরা।
হরতালে নাশকতার পরিকল্পনার সময় আজ ভোররাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানকে আটক করেছে পুলিশ।এ সময় শুভ পাঠানের কাছ থেকে ককটেল এবং ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।