বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
22 Aug 2025 05:59 pm
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ-পলাশবাড়ীতে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল বদলী জনিত বিদায় সংবর্ধনা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।এসময় উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাছান, মো.ফিরোজ কবির আকন্দ, মোছা. ফেরদৌসি বেগম, মো. আব্দুল হাই মন্ডল ও মো. আসাদুজ্জামান মন্ডল দোলন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান মন্ডল একজন ভালো মানুষ ছিলেন।এ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস একজন অফিসার হারালেন।তিনিও হয়তো বা একটি ভালো লাগার কর্মস্থল হারালেন।চাকুরী জীবনে বদলীর বিষয়টি মেনে নিতেই হবে।তিনি সেখানেই থাকবেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন।পারিবারিক প্রয়োজনে আবেদনের প্রেক্ষিতে তার এ বদলী হয়েছে।পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা।