বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:41 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচী পালন করা হয়েছে।বুধবার (২০ আগষ্ট) বিকেলে আদমদীঘি দলীয় কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করে র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুর হক চৌধুরী হিরু।
আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক আসিফ মাহামুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রকি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান তুহিন, আদমদীঘির বিএনপি নেতা মোকলেছার রহমান, তাজউদ্দীন আহমেদ, সাজেদুর রহমান এনজেল, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহসভাপতি জুয়েল রানা, ঠান্ডু হোসেন, মিলন হোসেন, যুবদলের আহবায়ক মিনহাজুর ইসলাম, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকদলের যুগ্ম আহবায়ক রুবেল সরদার, মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, তাঁতিদলের সভাপতি আকবর খাঁন, জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল হক বাপ্পি প্রমুখ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি