বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 06:05 pm
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভা সহায়তা কমিটি ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (২০ আগস্ট) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মো.আল-ইয়াসা রহমান তাপাদারকে শুভেচ্ছা জানানো হয়।এসময় পৌরসভা সহায়তা কমিটির সদস্য থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো,উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার ছাড়াও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহী, ক্যাশিয়ার উম্মে কুলছুম,সহকারি এ্যাসেসর শাকিন মাহমুদ, সহকারি কর আদায়কারি আল মামুন শেখ, মাহফুজার রহমান, নিম্নমান সহকারি কাম মুদ্রাক্ষরিক মেহেদা হাসান ও কার্য সহকারি রোকসানা আক্তার রিপাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছর পূর্তিতে তাঁর জীবনের সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন সকলেই।