বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
22 Aug 2025 02:04 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বুধবার দুপুরে বগুড়া শহরের কলোনী শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে চকলোকমান ভোট কেন্দ্র কমিটির নারী সমাবেশ আজাদুর রহমানের সভাপতিত্বে (পর্দার সহিত) অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সালাম, জামায়াত নেতা শাহীন খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মহান আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর মর্যাদা সম্পন্ন মা বোনের আরো বেশী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। জামায়াতে ইসলামী একটি কল্যাণময় সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে।
জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ দক্ষ যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়।জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করবে।তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি রক্ত পিপাসু খুনী সংগঠন।তারা লগি বৈঠার তাÐবের মাধ্যমে ক্ষমতায় আসার পর জামায়াতে ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল ক্যুর মাধ্যমে হত্যা করে। জামায়াত নেতাদের হত্যার মাধ্যমে তারা ফ্যাসিবাদী দুঃশাসনকে পাকাপোক্ত করে। এই সব জুডিশিয়াল ক্যুসহ সকল হত্যাকাÐের বিচার করতে হবে।