বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 12:33 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-বিএনপির অন্যতম নেতা , সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জামালপুর ও সরিষাবাড়ীতে।
বুধবার (২০ আগস্ট) সকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোকর্যালি বের করা হয়।পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে প্রয়াত নেতার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর হাফেজিয়া মাদরাসা মাঠে এক স্মরণসভা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল আলম শ্যামল।স্মরণসভায় বক্তারা আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবন, আদর্শ ও অবদানের স্মৃতিচারণ করেন বক্তারা।
এ ছাড়াও জেলা বিএনপি উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কাঙালিভোজের আয়োজন করা হয়।
বিকালে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। এছাড়াও সদর উপজেলা,শহর বিএনপিরসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।