বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
21 Aug 2025 07:29 pm
![]() |
মোঃনাজমুল ইসলাম(মিলন)দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী রেলী ও পথসভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ২০ আগস্ট বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফুউদ্দৌলা খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, বিএনপি নেতা সুভাষ দাস, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম তাজু, উপজেলা যুবদল সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, জেলা কৃষক দল সদস্য বিশিষ্ট ব্যবসায়ী লাইসুর রহমান লিপু প্রমুখ।
এ সময় বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।