বুধবার, ২০ আগস্ট, ২০২৫
22 Aug 2025 02:25 am
![]() |
মো:ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী সংবাদদাতা:-নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মাদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে বেলাল হোসেন এর দুই মেয়ে আজ ১৯ আগষ্ট মঙ্গলবার সকালে পানিতে ডুবে অহি (১১) ও ছহি (৮) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, তারা দুই সহোদর বোন নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত পুকুরের পড়ে ডুবে যায় এবং পরে পানিতে তাদের লাশ ভেসে উঠে। নিহত দুই শিশুর গ্রামের বাড়ি একই উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামে।
উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারে চলছে গভীর শোকের মাতম।