বুধবার, ২০ আগস্ট, ২০২৫
20 Aug 2025 09:35 am
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাই উপজেলা কমান্ডের ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহŸায়ক এস.এম সিরাজুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলামের যৌথ স্বাক্ষরে গত ১৪ আগস্ট ২০২৫ জেলা ইউনিট কমান্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিককে আহŸায়ক, খন্দকার নজরুল ইসলামকে যুগ্ম-আহŸায়ক এবং আনিছুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, আবুল কাশেম, মজিবর রহমান, মোফাজ্জল হোসেন, হাবিল মৃধা ও কাজী আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহŸায়ক এস.এম সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এই এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই কমিটি মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে।
সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলাম বলেন, আত্রাই উপজেলার মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়ন ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এই কমিটি কাজ করবে। জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।
আত্রাই উপজেলা এডহক কমিটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান জানান, এডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নিয়মিত কার্যক্রম শুরু করবে। মুক্তিযোদ্ধাদের সেবা ও তাদের পরিবারের উন্নয়নে আমাদের কাজের কোনো ঘাটতি থাকবে না।
এই কমিটির গঠনের মাধ্যমে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।